Barak Valley

আড্ডার আসরে ছোট পত্রিকা ‘সীমান্ত রশ্মি’-র উন্মোচন

করিমগঞ্জ : রবিবারের সাহি আড্ডার উদ্যোগে বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক নারায়ণ মোদকের বাসভবনে ‘সীমান্ত রশ্মি’ ছোট পত্রিকার উন্মোচন করা হয়৷ এ উপলক্ষে রবিবার এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়৷ সঙ্গীত, কবিতা পাঠের আসর ও প্রাসঙ্গিক বক্তব্যে এ অনুষ্ঠান জমজমাট হয়ে উঠে৷

শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন ”সীমান্ত রশ্মি’ ছোট পত্রিকার সম্পাদক নারায়ণ মোদক৷ তিনি তাঁর বক্তব্যে ”সীমান্ত রশ্মি’ ছোট পত্রিকার প্রারম্ভিক ইতিহাস ও এই অঞ্চলে তাঁর প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদীপ ভট্টাচার্য৷ বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক বিনোদলাল চক্রবর্তী তাঁর বক্তব্যে প্রবীণ ও নবীনের যথার্থ মেলবন্ধনে যে সাহিত্য এগিয়ে চলে সে কথা উল্লেখ করেন৷ স্বরচিত কবিতা পাঠের আসরে ”সীমান্ত রশ্মি’ ছোট পত্রিকা থেকে কবিতা পাঠ করে শোনান চান্দ্রেয়ী দেব, রঞ্জিতা চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য, রঞ্জিত কুমার দেব, ড. গীতা সাহা, সুচরিতা সিংহ, কৃষ্ণা রাণী চন্দ, শিবানী গুপ্ত, শিখা দাশগুপ্ত ও নারায়ণ মোদক৷ সুচরিতা সিংহ একটি নজরুল গীতি পরিবেশন করেন৷ পরে সমবেত কন্ঠে ‘ আগুনের পরশমণি … … ..’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়৷

Show More

Related Articles

Back to top button