আয়ুষ্মান ভব কার্যসূচির অধীনে করিমগঞ্জে ১০ জন যুবক যুবতী অঙ্গদানের অঙ্গীকার
জনসংযোগ, করিমগঞ্জ : ভারত সরকারের উদ্যোগে চলা আয়ুষমান ভব কার্যসূচির অন্তর্গত বুধবার এক অঙ্গদান অঙ্গীকার কর্মসূচী অনুষ্ঠিত হয় করিমগঞ্জে । করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এনএইচএম জাতীয় স্বাস্থ্য মিশন আয়োজিত অনুষ্ঠানে এদিন নেহেরু যুব কেন্দ্র সংগঠন, করিমগঞ্জের ইয়োথ ক্লাব সক্ষম ও নেতাজি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় করিমগঞ্জের ১০ জন যুবক-যুবতী মৃত্যুর পর কর্ণিয়া দান করার অঙ্গীকার করেন ।
জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, চিফ মেডিকেল অ্যান্ড হেল্থ অফিসার ডাঃ রঞ্জিত বৈদ্য, নেহরু যুব কেন্দ্র সংগঠন করিমগঞ্জের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, ডিপিএম করিমগঞ্জ মহম্মদ হানিফ কৌসর আলম, ডিএমই সুমন চৌধুরী, দেবব্রত দাস, মিঠুন রায় প্রমুখ । এদিন নেতাজী স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব, অনিরুদ্ধ নন্দী, রণি পোদ্দার, সমর দাস, বিশিল দাস, ময়ূরী চৌধুরী, নবনীতা চৌধুরী, অর্পিতা চক্রবর্তী, দুর্বা ঘোষ, দোলনচাপা দাস এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে অঙ্গ দানের অঙ্গীকার করেন । তাদের হাতে অঙ্গীকার সার্টিফিকেট তোলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা ।