Barak Valley

আরএসএসের পথ সঞ্চলন করিমগঞ্জে

করিমগঞ্জ : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার পথ সঞ্চলন রবিবার অনুষ্ঠিত হয়৷ দক্ষিণ অসম প্রান্তের সঞ্চলন দিবস উপলক্ষে এই পথ সঞ্চলন অনুষ্ঠিত হয়৷ মূলত বিজয়া দশমীতে এই সঞ্চলন হয়ে থাকে৷ কিন্তু যেহেতু ওই সময় জাতীয় উৎসব দুর্গাপূজা নিয়ে সবাই ব্যস্ত থাকেন ফলে এই সঞ্চলনের দিন পরিবর্তন করা হয়েছে৷ রবিবার স্থানীয় সরকারি স্কুলের খেলার মাঠ থেকে এই সঞ্চলন শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে৷

পথ সঞ্চলন শুরুতে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় মুখ্য বক্তা অসিত চক্রবর্তী এক বক্তব্যে বলেন, ভারত আজ হিন্দু রাষ্ট্র হবে শুনে অনেকের রাতের ঘুম উড়ে গেছে৷ কিন্তু আসলে ভারত বহু বছর আগে থেকেই হিন্দু রাষ্ট্র৷ যখন মোগল বা ব্রিটিশ ভারত শাসন করছিল তখনও কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র ছিল৷ সিন্ধু নদের তীরে বসবাসকারী সবাই হিন্দু৷ ভারতের মানুষের জীবনাদর্শ যে মহাপুরুষ তিনি হচ্ছেন শ্রীরাম৷ তিনি হিন্দু আদর্শকে স্থপান করতে বারবার এসেছেন৷ এবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে কোটি কোটি হিন্দুকে এক করেছেন শ্রীরাম৷

সব দেশের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে৷ ভারতের বৈশিষ্ট্য হচ্ছে গুরু পরম্পরা৷ ভারত বরাবরই সারা বিশ্বকে জ্ঞান বিতরণ করে আসছে৷ যখন পৃথিবীর মানুষ পড়াশোনা জানত না তখন ভারতে নালন্দা ও তক্ষশীলার মতো বিশ্ববিদ্যালয় ছিল৷ গুরুর আসনে বসে সারা পৃথিবীকে আজও জ্ঞান বিতরণ করে ভারত৷ ভারতীয় সংস্কৃতির ভিত হচ্ছে জ্ঞান এবং সংস্কার৷ যার উদাহরণ স্বামী বিবেকানন্দ৷ তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হয়ে অনেক বিদেশি মহিলা-পুরুষ ভারতীয় ভাবধারাকে গ্রহণ করেছিল৷ সেই ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ নিয়েই ১৯২৫ সালে পূজনীয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার সংঘের স্থাপন করেছিলেন৷ সংঘের শাখায় এই ভারতীয় সংস্কৃতি সম্পর্কেই স্বয়ংসেবকদের শিক্ষা দেওয়া হয়৷ যাতে এরা নিজেদের ঐতিহ্য-সংস্কৃতিকে জানতে পারে এবং পৃথিবীর মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করতে পারে৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ সংঘচালক বিশ্ববন্ধু চক্রবর্তী, জেলা সংঘচালক নর্মদা চক্রবর্তী প্রমুখ৷ এদিন এই সঞ্চালন সরাসরি স্কুলের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে৷

Show More

Related Articles

Back to top button