আরও দেড়শ কমলাক্ষ-সমর্থক গেরুয়া দলে
করিমগঞ্জ : কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলা শাসক দল নির্বাচনের প্রাক্কালে নিজেদের ভোল পাল্টে নিয়েছে৷ কংগ্রেসের মতো সংখ্যালঘু তোষণে মেতে উঠেছে করিমগঞ্জ জেলা বিজেপি৷ শাসক দলের মুসলিম প্রীতি দেখে ভোট নিয়ে চিন্তায় পড়েছে কংগ্রেস ও ইউডিএফ৷ বুধবার করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে সংখ্যালঘুদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর প্রায় দেড় শতাধিক সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন৷ যার মধ্যে সিংহভাগই মুসলিম৷ পাশাপাশি মুসলিম ভোট দলের পক্ষে টানতে বাকি রাজনৈতিক দলগুলোর মতো গ্রামাঞ্চলে প্রচারে জোর দিয়েছে বিজেপি৷
এ বারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জে প্রাধান্য পেয়েছে মুসলিমরা৷ তাদের ভোট যেদিকে যাবে সেই দলের জয় নিশ্চিত৷ কংগ্রেস বরাবরই মুসলিম ভোট পেয়ে আসছে৷ মুসলিমদের ভোটে একটানা ৩ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এ ছাড়া রয়েছে বদরুদ্দিন আজমলের ইউডিএফ দলও৷ মুসলিম ভোট পেয়ে করিমগঞ্জ থেকে ইউডিএফ থেকেও সাংসদ নির্বাচিত হয়েছেন৷ এ বার মুসলিম ভোটের দিকে নজর পড়েছে বিজেপির৷ ফলে মুসলিমদের বিজেপির দিকে প্রভাবিত করতে কোনও কসুর বাদ রাখছেন না দলীয় নেতারা৷ আপাতত শহর থেকে গ্রামাঞ্চলে প্রচারে বেশি জোর দেওয়া হয়েছে৷ বুধবার দলীয় কার্যালয়ে এসে যোগদান করেছেন বহু সংখ্যক মুসলিম৷ তাঁদের দলে স্বাগত জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব৷ জানা গেছে কমলাক্ষ সমর্থকরা এ দিন বিজেপিতে যোগদান করেছেন যোগদানকারীদের মধ্যে বেশ ক’জন কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন বলেও জানা গেছে৷