Barak Valley

আশাকর্মীরা ভাল কাজ করছেন উপকৃত হচ্ছে সমাজ : জেলাশাসক

করিমগঞ্জ : স্বাস্থ্য বিভাগ ও জনগণের মধ্যে সেতুর কাজ করছেন আশাকর্মীরা৷ ২০০৫ সালে আশাকর্মীদের কাজে মহিলাদের জড়িত করার পর সবাই উল্লেখযোগ্য কাজ করেছেন৷ বর্তমানে আশা কর্মীরা ভাল কাজ করছেন৷ এতে সমাজের উপকার হচ্ছে৷ বুধবার, আশাকর্মীদের সম্মেলনে এই মন্তব্য করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব৷

তিনি বলেন, আশাকর্মীদের জন্য বর্তমানে নবজাতক ও প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে৷ Covid-র সময় আশা কর্মীরা ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছেন৷ এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও তাঁদের কাজের প্রশংসা করেন জেলাশাসক৷

তিনি বলেন, বর্তমানে রাজ্যে বাল্য বিবাহের বিরুদ্ধে তীব্র অভিযান চলছে৷ বাল্য বিবাহ বন্ধ করতে সরকারের কড়া নির্দেশ রয়েছে৷ সে অনুযায়ী প্রশাসন কাজ করছে৷ কোথাও বাল্য বিবাহ হচ্ছে বলে কোনও আশাকর্মী খবর দিতে পারলে তাঁকে রাজ্যস্তরে পুরস্কৃত করার কথাও জানান তিনি৷

তিনি আশাকর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার পরামর্শ দেন৷

বক্তব্য রাখেন জেলা টিবি অফিসার ডা. বিমল সরকার, ডা. রাজীব বরুয়া, সিভিলের সুপার ডা. লিপি দেব, CMO ডা. আর বৈদ্য, DPM হানিফ মহম্মদ, ডা. এম দেব প্রমুখ৷ এদিন মৃত ৩ আশাকর্মীর পরিবারের হাতে এককালীন ১ লক্ষ টাকার চেক ও অসুস্থদের চিকিৎসার জন্য চেক দেওয়া হয়৷

Show More

Related Articles

Back to top button