আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য এবিভিপির
করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আশানুরূপ সাফল্য না পেলেও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সাফল্য পেয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সভাপতি, উপ-সভাপতি সহ কালচারেল সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বিদ্যার্থী পরিষদের প্রার্থীরা৷
উল্লেখ্য, নবনির্বাচিত প্রত্যেকেই করিমগঞ্জের সন্তান৷ সভাপতি পদে জয়ী হয়েছেন শুভম রায়, উপ-সভাপতি পদে প্রাঞ্জল দে এবং কালচারেল পদে জয়ী হয়েছেন বিশাল চন্দ৷ রবিবার সন্ধ্যায় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানালো জেলা যুব মোর্চা৷
এদিন জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি, উপ-সভাপতি সহ কালচারেল পদে জয়ী সদস্যদের উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাস, রাজ্য যুব মোর্চার কার্যকরি সদস্য পিনাকপাণি দাস, মোর্চার জেলা উপ-সভাপতি দিগ্বিজয় ধর, সাধারণ সম্পাদক দেবাংশু গুপ্ত৷ এছাড়া বিশিষ্টদের উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সুদীপ চক্রবর্তী, সুখেন্দু দাস সহ অনেকে৷