Barak Valley
ইনভার্টারের প্লাগ খুলতে গিয়ে মৃত্যু কলেজ ছাত্রের

করিমগঞ্জ : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার করিমগঞ্জ সেটেলমেন্ট এলাকায়। মৃত যুবকের নাম সাহিল আহমেদ, বয়স ২০ বছর। তরতাজা যুবকের অকালমৃত্যুতে পরিবার-পরিজনদের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, রারোপুঁজি গ্রামের মকলিসুর রহমানের ছেলে সাহিল করিমগঞ্জের এক নামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করত। দুই ভাই মিলে থাকত সেটেলমেন্ট এলাকার ভাড়া বাড়িতে। মঙ্গলবার সকালে বাড়িতে বন্যার জল ঢুকে পড়লে বিদ্যুতের লাইন বন্ধ করতে গিয়েই ঘটে বিপত্তি। সে সময় হঠাৎ করে বিদ্যুতের শক লেগে মাটিতে ছিটকে পড়লে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সাহিল।
পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।