Barak Valley
ইন্দুরাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষাধিক টাকার চেক প্রদান কৃষ্ণন্দুর
পাথারকান্দি : বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে ৫ লক্ষ ৪০ হাজার টাকা রামধারী কৈরী, সুরজ কৈরী ও অনিতা কৈরীর হাতে তুলে দেন বিধায়ক কৃষ্ণ কৃষ্ণেন্দু পাল৷
এদিন বিধায়ক ইন্দুরাইল বস্তিতে সুরজ কৈরীর বাড়িতে উপস্থিত হয়ে চেকগুলো তুলে দেন তাদের হাতে৷ সঙ্গে বিধায়ক অগ্নিদগ্ধ হওয়া স্থানটিও পরিদর্শন করেন৷ প্রসঙ্গত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১৭টি ও আরও আহত ২টি গরুর মৃত্যু হয়৷ গুরুতরভাবে আহত হন বাড়ির মালিক সহ দুটি গরু৷
এদিকে বৃহস্পতিবার বিধায়ক কৃষ্ণেন্দু পাল রামধারী কৈরীর পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সব বিষয়ে সাহায্য করবেন বলে জানান৷