ইয়াসির জেলাভিত্তিক ধামাইল প্রতিযোগিতা করিমগঞ্জে
করিমগঞ্জ : Youth Against Social Evils (ইয়াসি) ও বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় বৃহস্পতিবার করিমগঞ্জেও জমকালোভাবে আয়োজন করা হয় বরাক ধামাইল উৎসব ২০২৪৷
এ দিন জেলা গ্রন্থাগারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিজিৎ দেব নস্কর, রবীন্দ্র দেব, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয় কুমার শীল, নীলাঞ্জন দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব, কমিটির প্রধান উপদেষ্টা রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়৷
এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধামাইল শিল্পীরা অংশগ্রহণ করেন৷ ধামাইল প্রতিযোগিতায় ১ম হয় নৃত্যালয় ডান্স কমিটি, ২য় নৃত্য সঙ্গম এবং ৩য় হয় নূপুর নৃত্যালয়৷ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় দলগুলো আগামী ২৫ ফেব্রুয়ারি শিরচরে মেগা ফাইনালে অংশগ্রহণ করবে৷ ফাইনালের জন্য আরও ২টি গ্রুপ ‘উইং ফর ইয়ুথ’ এবং ‘বীণাপানি ধামাইল গ্রুপ’-কে Wild Card Entry দেওয়া হয়৷ ইয়াসি চেংকুড়ি কমিটির দ্বারা sponsored ১ম ৩ জন স্থান অধিকারীর প্রত্যেককে ট্রফি সহ শংসাপত্র তুলে দেওয়া হয়৷
আহ্বায়ক গৌতম সরকার, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নাথ প্রমুখ জয়ী দলগুলোর হাতে পুরষ্কার সহ শংসাপত্র তুলে দেন৷ প্রখ্যাত সাংস্কৃতিক কর্মী ও নাট্যকার আশীষ পুরকায়স্থ তার অসমান্য পরিষেবার জন্য আয়োজকরা সংবর্ধনা জানান৷ এ দিনের ধামাইল প্রতিযোগিতার বিচারক ছিলেন শিপ্রা পুরকায়স্থ৷ তাঁকেও আয়োজকদের পক্ষে সম্মানিত করা হয়৷
প্রতিযোগিতায় সহযোগিতার জন্য করিমগঞ্জ নেতাজি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানের উপস্থাপক বন্দিতা ত্রিবেদী রায়৷ এদিন সব বক্তাই ধামাইলকে এভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন৷ আগামী ১৮ ফেব্রুয়ারি হাইলাকান্দিতে ধামাইল প্রতিযোগিতা হবে৷ স্থানীয় রবীন্দ্র ভবনে এ প্রতাযোগিতা হবে৷