Barak Valley

ইয়ুথ স্কোয়ার ক্লাবের দুর্গাপূজার ভূমিপূজা

করিমগঞ্জ : উল্টো রথযাত্রার শুভ দিনে ইয়ুথ স্কোয়ার ক্লাবে শারদীয় দুর্গাপুজোর জন্য ভূমিপূজা ও ঈশান দেওয়া হয়৷ এবছর দুর্গাপুজোয় ইয়ুথ স্কোয়ার ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ৷ এবার দুর্গাপূজায় বিশেষ চমক দেখাতে প্রস্তুতি নিয়েছে ক্লাব৷ এবার পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা৷ ইয়ুথ স্কোয়ার ক্লাবের উদ্যোগে বুধবার উল্টোরথের শুভলগ্নে এক বিশেষ আয়োজনের মাধ্যমে হিন্দু ধর্মীয় মতে ভূমিপূজা করে মন্ডপের ঈশান দেওয়া হয়৷

পূজা কমিটির সম্পাদক তাপস পুরকায়স্থ বলেন, সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আসন্ন দুর্গাপুজোয় বিশেষ চমক থাকবে৷ প্রতিমা, মন্ডপসজ্জা, আলোকসজ্জায় থাকছে নতুনত্ব৷ এর আগে কোন ক্লাব যা দেখাতে পারেনি তেমনি এক পূজার আয়োজন করা হবে৷

উপস্থিত ছিলেন সভাপতি অশোক দেব, কোষাধ্যক্ষ সৌগত পাল, নির্মল বণিক প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button