ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ করিমগঞ্জে
করিমগঞ্জ : Print Media-য় কর্মরত সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও করিমগঞ্জ জেলায় Electronic Media-র সাংবাদিকদের কোন সংগঠন ছিল না৷ তথ্য প্রযুক্তির কল্যাণে Online Media আজ জনপ্রিয়তার শিখরে৷ Electronic Media-য় সাংবাদিকদের গুরুত্ব এবং সময়ের দাবি মেনে এবার E-media সংস্থা আত্মপ্রকাশ করল করিমগঞ্জে৷ মঙ্গলবার অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন দীপাঞ্জন দে৷ সাংবাদিক শীর্ষেন্দু সীকে সভাপতি এবং হিল্লোল দত্তকে সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়৷
সাংবাদিক দীপাঞ্জন দে ও রাহুল পালকে সহ-সভাপতি, এস এম জাহির আব্বাসকে সহ-সম্পাদক এবং অরবিন্দ দাসকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে৷ কার্যকরী সদস্য হিসাবে রয়েছেন সাংবাদিক অশোক চক্রবর্তী, সজিবুল আলম, খয়রুল আলম চৌধুরী, সাগ্নিক চৌধুরী, নবেন্দু মালাকার, শুভঙ্কর মালাকার, রোহন মালাকার, ইকবাল হোসেন, উদয় দেবরায়, সুমিত চন্দ, জাহিদ আহমেদ দায়িত্ব লাভ করেন৷
সভাপতি শীর্ষেন্দু সী বলেন, গণমাধ্যমকর্মীদের যে কোনও বিপদে পাশে থাকবে সংগঠন৷ সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে Electronic ও Online Media-র সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে৷ এছাড়াও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ৷ এ সময় সৌহার্দপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন সাংবাদিকরা৷