উইংস ফর ইয়ুথ এনজিও-র যোগ প্রশিক্ষণ
করিমগঞ্জ : Wings for Youth NGO-র উদ্যোগে এবার বিনামূল্যে যোগ প্রশিক্ষণ শুরু হল করিমগঞ্জে৷ স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতনে Yogasana Training Center-র কর্ণধার তথা বিশিষ্ট যোগ প্রশিক্ষক ও বিচারক সঞ্জীব দাসের তত্ত্বাবধানে শুরু হয়েছে এই প্রশিক্ষণ৷
রবিবার প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ ব্যক্তিগত কাজে জেলার বাইরে থাকায় যোগ প্রশিক্ষক সঞ্জীব দাস এদিন video বার্তায় প্রশিক্ষণের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে Yogasana Training Center-র ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে৷ এদিন শিবিরে মোট ৮০ জন নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন৷ আগামী ৪ মাস তারা বিনামূল্যে বিভিন্ন ধরনের যোগ চর্চা করতে পারবেন৷ বিশিষ্ট যোগ প্রশিক্ষক সঞ্জীব দাস ছাত্রছাত্রীদের যোগ প্রশিক্ষণ প্রদান করবেন৷ ক্লাস হবে প্রতি রবিবার বেলা ১১টা থেকে স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতনে, জানান NGO-র সম্পাদিকা শতাব্দী দাস৷ নাম নথিভুক্ত করার সময়সীমা রয়েছে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ৷ ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই নাম নথিভুক্ত করার আহ্বান জানান শতাব্দী দাস৷