Barak Valley

উত্তর করিমগঞ্জের বানভাসি এলাকা পরিদর্শন বিধায়কের

করিমগঞ্জ : ভোটপর্ব মিটতেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ শুক্রবার ২ পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে অবস্থার খোঁজ নিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক৷ বন্যার্তদের সঙ্গে কথা বলে বন্যার্তদের সঙ্গে কথা বলে বর্তমান সমস্যাগুলি আন্তরিকতার সঙ্গে যতটা সম্ভব সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি৷

এনিয়ে বিধায়ক বলেন, প্রতিবছর বর্ষাতেই ভাসে এইসব এলাকা৷ এবারও একই ঘটনায় দুর্গতির একশেষ৷ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য৷ এখানকার জনপ্রতিনিধি তিনি, তাই মানুষের পাশে থাকা তার নিজের দায়িত্ব৷ বর্তমান বন্যার পরিস্থিতিতে ত্রাণ বণ্টন, স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসা প্রদান, পানীয় জলের ব্যবস্থার জন্য তিনি ইতিমধ্যে কথা বলেছেন জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে৷ বন্যার জল নামলে প্রকৃত ক্ষতি নির্ণয় করা সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যাতে করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা যায় তার জন্য তদ্বির চালাবেন তিনি৷

Show More

Related Articles

Back to top button