Barak Valley

উত্তর করিমগঞ্জে সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা সম্পন্ন

করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জ LAC ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান সমাপ্ত হল রবিবার৷ উত্তর করিমগঞ্জের ১৮টি গ্রাম পঞ্চায়েত এবং ১টি পৌরসভা এই মহাসংগ্রামে শামিল হয়েছিল৷ পঞ্চায়েত এবং পৌরসভা পর্যায়ে অনুষ্ঠান শেষে এবার বিধানসভা ভিত্তিক অনুষ্ঠান শুরু হয়৷ নর্থ করিমগঞ্জ LAC লেভেল কমিটির উদ্যোগে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত হয় ৩ দিনের অনুষ্ঠান৷

সমাপ্তি দিনের সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে৷ প্রদীপ প্রজ্বলন করেন কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য, অতিরিক্ত আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুমনাম, পৌরপতি রবীন্দ্র দেব, শহর মন্ডল বিজেপি সভাপতি কিশোর দে, উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপি সভাপতি পাপলু দেব প্রমুখ৷

নর্থ করিমগঞ্জ LAC লেভেল কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য এদিন বলেন, সাংস্কৃতিক মহাসংগ্রাম মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার জন্যই হয়েছে৷ এবং ঐই অনুষ্ঠান সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ অনুষ্ঠান সর্বাত্মক সফল হওয়ার দাবি করে বলেন, গোটা দেশের আর কোথাও সমাজকে এভাবে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত করে অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানা নেই৷ তিনি এজন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরার ভূয়সী প্রশংসা করেন৷ বলেন, গ্রাম পঞ্চায়েতের লুকিয়ে থাকা প্রতিভাগুলো এই মঞ্চে যেভাবে দর্শনীয় অনুষ্ঠান উপহার দিয়েছে তা এককথায় অনবদ্য৷

জেলার কালচারেল ডেভলপমেন্ট অফিসার অতিরিক্ত আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুমনাম সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, জেলায় সবক’টা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে৷ তিনি বলেন, এই সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের ব্যাঙ্ক একাউন্টে নগদ পুরস্কারের অর্থ শীঘ্রই দেওয়া হবে৷

এদিন অনুষ্ঠানস্থলে LAC লেভেল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে trophy সহ certificate তুলে দেওয়া হয়৷ এছাড়াও গ্রাম পঞ্চায়েত পর্যায়ে যারা qualify করতে সক্ষম হয়েছিল তাদেরও certificate প্রদান করা হয়৷ রবিবার পুরস্কার বিতরণের আগে ১টি স্মরণিকা উন্মোচন করা হয়৷ সভায় পৌরপতি রবীন্দ্র দেব, কিশোর দে, পাপলু দেব সহ অনেকে বক্তব্য রাখেন৷ প্রত্যেকে রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন৷

Show More

Related Articles

Back to top button