পাথারকান্দি বাইপাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

পাথারকান্দি : দণ্ডায়মান ট্ৰাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক আরোহী দুই যুবকের। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার রাত প্রায় পৌনে নয়টা নাগাদ সংঘটিত হয়েছে পাথারকান্দি শহর সংলগ্ন রাজবাড়ি বাইপাসে। এ খবর লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রাজবাড়ি বাইপাসে দাঁড়িয়ে থাকা এএস ১০ ৬৪৬৪ নম্বরের বালু বোঝাই ট্রাকে গিয়ে দেয় এএস ০১ ইএন ৪০৪২ নম্বরের রয়্যাল এনফিল্ড মডেলের মোটর বাইক। মোটর বাইকে চড়ে দুই যুবক পাথারকান্দি থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলে মোটর বাইকের আরোহী ২৫-২৬ বছর বয়সি দুই যুবকের মৃত্যু ঘটে।
ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পাথারকান্দি থানায় খবর দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে পাথারকান্দি সামূহিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুটি মৃতদেহকে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা।
নিহত দুই যুবককে খিলেরবন্দ গ্রামের বাসিন্দা বলে জানা গেলেও তাদের নাম জানা যায়নি।