করিমগঞ্জের শ্রীশ্রী ভৈরববাবার নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটনে আসছেন অদিতি মুন্সি

নিউজ ডেস্ক, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদরে অবস্থিত স্টিমারঘাট রোডের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভৈরববাবার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদঘাটনে আসছেন জি বাংলাখ্যাত এবং ভক্তিমূলক সংগীতের বিশিষ্ট শিল্পী অদিতি মুন্সি।
অনুষ্ঠানকে কেন্দ্র করে চার দিনব্যাপী নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দির ধৌতকরণ, সন্ধ্যা ছয়টায় শ্রীশ্রী ভৈরববাবার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদঘাটন করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক স্বামী প্রভাসনন্দজি মহারাজ। ওই দিন রাতে অনুষ্ঠিত হবে শুভ অধিবাস।
১ মার্চ বুধবার সকালে পূজা, বিগ্রহের অভিষেক, যজ্ঞ, দুপুরে শান্তিবারি, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। এতে অংশ নেবেন শিল্পী দ্বিগবিজয় রায় ও সম্প্রদায়।
২ মার্চ বৃহস্পতিবার বিশ্বশান্তি যজ্ঞারম্ভ, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা।
৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জি বাংলাখ্যাত অদিতি মুন্সি। অনুষ্ঠানগুলিতে সকলের উপস্থিতি কামনা করেছেন মন্দির কমিটির পদাধিকারীরা।