উমাপতির বানভাসিদের ত্রাণ সামগ্রী বন্টন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের
করিমগঞ্জ : লঙ্গাই উমাপতি গ্রামের বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে বেলুড় মঠ পরিচালিত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন৷ রবিবার ওই গ্রামের ৬১টি বন্যাক্রান্ত পরিবারের মধ্যে ত্রাণ করেছেন মিশনের সাধুরা৷
লঙ্গাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে উমাপতি গ্রাম৷ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া গ্রামবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করে দস্তুরমতো ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন৷ আধা লিটার শস্য তেল ১০ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে৷ ক্ষোভে অনেক বানভাসি ত্রাণ নেননি৷
এবার গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে মিশন৷ এদিন মিশন প্রাঙ্গণে বানভাসিদের ডেকে এনে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ, রামভদ্রানন্দ মহারাজ সহ অন্যরা৷ এদিন তাদের চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, সরিষার তেল ৫০০ গ্রাম, সোয়াবিন ৩০০ গ্রাম, লবন ১ কেজি, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ১ প্যাকেট তুলে দেওয়া হয়েছে মিশনের তরফে৷