Barak Valley
উৎকট গরমে, হাইলাকান্দির স্কুলে সংজ্ঞাহীন ৪ ছাত্র-ছাত্রী
হাইলাকান্দি : উৎকট গরমে ব্যতিব্যস্ত জনজীবন। এরই মধ্যে ক্লাশে পাঠদানের সময় ঢলে পড়েছে চার ছাত্ৰছাত্ৰী। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষা খণ্ডের অন্তর্গত বলদাবলদি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮০৪ নম্বর বলদিবলদি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ে।
ঘটনার পর অসুস্থ ছাত্ৰছাত্ৰীদের নিয়ে যাওয়া হয় জামিরা প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰে। তাদের চিকিৎসা চলছে। অসুস্থ চার ছাত্রছাত্রী বিপণ্মুক্ত, জানিয়েছেন দুই বিদ্যালয় কর্তৃপক্ষ।
ছবি : প্রথম খবর ২৪×৭