Barak Valley

একপশলা বৃষ্টিতে জমাজলে ভাসল করিমগঞ্জ শহর

করিমগঞ্জ : রবিবার রাতের একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে করিমগঞ্জ শহরের একাধিক এলাকা৷ হাঁটুজল জমা হয়ে অনেক রাস্তা ছোট নদীর আকার নিয়েছে৷ জল প্রবেশ করে মানুষের বাড়িঘরে৷ শহরের ব্রজেন্দ্র রোড, রায়নগর, মেন রোড, মিশন রোড, রেডক্রস রোড ইত্যাদি এলাকায় জমা জলের জন্য সমস্যায় পড়তে হয়েছে মানুষকে৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মানুষের বাড়িতেও জল ঢুকেছে৷

দুর্গাপূজার প্রাক্কারে হওয়া একটানা বৃষ্টিতে মিনি বন্যা দেখা দিয়েছে করিমগঞ্জ শহরে৷ রবিবার রাত ২টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত হওয়া একটানা বৃষ্টিতেই শহরের বারোটা বেজে গেছে৷ প্রধান প্রধান সড়কগুলো জলের তলায় ডুবে গেছে৷ ব্রজেন্দ্র রোড ছোট নদীর আকার নিয়েছে৷ জল ঢুকেছে গভর্নমেন্ট-এমএমসি স্কুলে৷

মিশনের সামনে হাঁটু জল৷ জমা জলের সমস্যা কংগ্রেস আমলের৷ জবরদখলে ড্রেনের পরিসর কমে গেছে৷ তাছাড়া পলিথিল সহ আবর্জনা স্তূপাকৃত রয়েছে৷ জল নটিখালে গিয়ে পড়লেও নামতে পারছে না একাংশ জবরদখলের কারণে৷ এতে খালের জল কাটছে না৷ ফলে ফুলেফেঁপে উঠছে৷

সোমবারের পরিস্থিতর জন্য একাংশ পৌরসভাকে দায়ী করছেন৷ বিজেপি পরিচালিত পৌরবোর্ডের কেন এই অবস্থা, ক্ষোভ একাংশের৷

এ নিয়ে করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সব সময় ড্রেন সাফাই হয় না, এটা ঠিক, কারণ বোর্ডে পর্যাপ্ত অর্থ থাকে না৷ আর অর্থের অভাবে ড্রেন সাফাই হবে কী করে? তিনি জানান, মঙ্গলবার থেকে শহরের নালাগুলো পরিষ্কার করার জন্য উদ্যোগী হবে পৌরসভা৷

এছাড়া, শহরের ড্রেনগুলো অনেক পুরনো৷ কুড়ি বছর আগে বৃষ্টিপাতের হারের উপর নির্ভর করে ড্রেনগুলো তৈরী করা হয়েছিল৷ বর্তমানে বৃষ্টিপাতের হারের অনেক তারতম্য হয়েছে৷ তাই ড্রেনগুলো ভালোভাবে জল কাটছে না৷ ফলে অনেক জায়গা জলমগ্ন হয়ে যায় বলে পৌরপতি উল্লেখ করেন৷

Show More

Related Articles

Back to top button