Barak Valley
এক কোটি গাছের চারা : পোর্টালে রেজিস্ট্রেশনের আহ্বান
জনসংযোগ, হাইলাকান্দি : রাজ্য সরকার রাজ্যের সবুজ পরিবেশকে সমৃদ্ধশালী করতে এক কোটি গাছের চারা রোপন করার এক পরিকল্পনা হাতে নিয়েছে। এই উদ্দেশে মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি পোর্টাল চালু করেছেন। এই ওয়েব পোর্টালের লিংক হলো https://aba.assam.gov.in অমৃতবৃক্ষ আন্দোলন নামক এই কর্মসূচির জন্য একটি আপও চালু করা হয়েছে। জনসাধারণকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে এবং গুগোল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য এক কোটি চারা গাছ লাগানোর এই কর্মসূচির পরবর্তীতে অর্থ পাওয়ার সংস্থান রয়েছে।