Barak Valley
এগজিট পোলে নিষেধাজ্ঞা
করিমগঞ্জ : এগজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করল কমিশন৷ সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে এগজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ এতে কমিশন জানিয়েছে, ৭ম তথা শেষ দফার ভোট সুষ্ঠভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও ধরনের এগজিট পোল করা যাবে না৷ তাই ভোটের ফল সম্পর্কিত কোনও এগজিট পোলের প্রোগ্রাম বা নিবন্ধ সম্প্রচার বা প্রকাশ করতে সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে নিষেধ করেছে কমিশন৷
এই নিষেধাজ্ঞা আগামী ১৯ এপ্রিল সকাল ৭টা থেকে ১ জুন, সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে৷ উল্লেখ্য কোন দল সরকার গঠন করতে পারে তার পূর্বাভাস পাওয়ার জন্য ভোটারদের দিয়ে বিভিন্ন সংস্থা যে এগজিট পোল করে তা ওই সময় সীমায় নিষিদ্ধ করা হয়েছে৷