Barak Valley

এনআইসির দুই বিজ্ঞানীর সোনা ও রৌপ্য পদক

জনসংযোগ, হাইলাকান্দি : নেটওয়ার্ক বিহীন এলাকায় (শ্যাডো এরিয়া) যোগাযোগ ও নদীর জলস্তর পর্যবেক্ষণের জন্য দুটি আইওটি প্রযুক্তি ভিত্তিক প্রকল্প আবিষ্কার করে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের দুই বিজ্ঞানী মনসুর আক্তার বড়ভূঁইয়া এবং সুরজিত ফুকন ২০২৩ সালের সম্মানজনক ইকোনমিক টাইমস গভর্মেন্ট ডিজিটেক অ্যাওয়ার্ডস এর দুটি ভিন্ন বিভাগে স্বর্ণ এবং রৌপ্য পুরস্কার লাভ করেছেন। দুর্যোগ কালীন সময়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যাহত হলে প্রিষ্টি নামক এই অ্যাপটি ব্যবহার করে দ্রুত বার্তালাপ করা সম্ভবপর হবে।

অন্যদিকে, জল-তরঙ্গিণী নামে অটোমেটিক অ্যাপ্লিকেশন দিয়ে নদীর জলস্তর পর্যবেক্ষণ করা যাবে । মনসুর আক্তার বড়ভূঁইয়া এবং সুরজিত ফুকন দুজনেই বর্তমানে হাইলাকান্দি ও ডিব্রুগড়ে ডিস্ট্রিক্ট ইনফরমেটিকস অফিসার পদে কর্মরত ।

উল্লেখ্য, বিগত ৪ থেকে ৬ অগাস্ট গোয়াতে অনুষ্টিত ইকোনমিক টাইমস গভর্মেন্ট ডিজিটেক অ্যাওয়ার্ডস ২০২৩ তে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন স্টেট ইনফোরম্যাটিক্স অফিসার এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল কবিতা রায় দাস।

Show More

Related Articles

Back to top button