এন্ট্রান্স : মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র
করিমগঞ্জ : উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের স্নাতকে ভর্তি হতে CUET পরীক্ষা বাধ্যতামূলক৷ আগামী ২৪মে অনুষ্ঠিত হবে মাতৃভাষা সহ EVS বিষয়ের entrance পরীক্ষা৷ যেহেতু বিষয়ভিত্তিক পরীক্ষা হচ্ছে তাই ৪/৫ দিনের পরীক্ষার আলাদা করে issue করা হয় admit card. আবি-র অধীনে থাকা কলেজগুলিতে ভর্তি হতে গিয়ে entrance পরীক্ষার বাংলা সহ EVS পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে বহিঃরাজ্যে৷ এমনিতে যাতায়াত গাড়ি, ভাড়া, থাকা-খাওয়া নিয়ে বলতে গেলে লাজোহাল পড়ুয়ারা৷ সেই সময়ে আগামী দিনের পরীক্ষার অধিকাংশের centre পড়েছে মিজোরাম, শিলং বা ত্রিপুরাতে৷ অনেকের আবার গুয়াহাটি, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড় বা গোয়ালপাড়া৷ NTA-র স্বেচ্ছাচারী সিদ্ধান্ত প্রকাশ্যে এনে ক্ষোভ উগড়ে দিয়েছেন৷
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে পৃথক পৃথক দু’টি স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন ফকিরাবাজার স্টুডেন্টস ইউনিয়ন এবং নিখিল ভারত ছাত্র পরিষদের করিমগঞ্জ জেলা কমিটি৷ জেলা আয়ুক্ত বাইরে থাকায় FSU-র সভাপতি ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্ভামের হাতে তুলে দেন৷
এদিকে, AISF-র ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত জেলা আয়ুক্ত দীপক জিডুঙের হাতে স্মারকপত্র তুলে দিয়ে তাদের দাবিগুলো রাখেন৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, রাজ্যের শিক্ষা বিভাগ ও সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তাঁরা AISF-র পক্ষ থেকে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হবেন৷ পরিকল্পিতভাবেই করিমগঞ্জ-হাইলাকান্দির পড়ুয়াদের উচ্চশিক্ষা অর্জন থেকে বঞ্চিত রাখছে বলে মন্তব্য করেন FSU-র ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসাইন৷ আগামী ২৩মে বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে এনিয়ে আমরণ অনশনে বসেছে ছাত্র সংগঠন AISF বলে তারা জানান৷