এবার সড়ক সচেতনতায় গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করিমগঞ্জের বদরপুরে
বদরপুর : করিমগঞ্জ পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় ও বদরপুর থানার উদ্যোগে সড়ক সচেতনতা বৃদ্ধির ওপর কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বুধবার এরই অঙ্গ হিসেবে প্রায় শতাধিক গাড়ি-চালকের চক্ষু পরীক্ষা করা হয়৷ গাড়ি চালকদের নিয়মিত চোখ পরীক্ষার ওপর জোর দেয় জেলা পরিবহণ বিভাগ৷
বুধবার সকাল ১১টায় চক্ষু পরীক্ষা শুরু হয়৷ পরীক্ষা করেন শ্রীগৌরী হাসপাতালের ডাঃ নিখিল সরকার৷ এদিন বদরপুর জাতীয় সড়ক লাগোয়া বদরপুর থানায় বানবাহন আটকে চালকদের চক্ষু পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়৷
এদিন DTO বলেন, সরকার Road Safety-র কথা চিন্তা করে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান করে থাকে৷ আগামীদিনেও এসব জারি থাকার সাথে সাথে যানবাহন চালকদের নথিপত্র যাচাইও চলবে৷
আজ উপস্থিত ছিলেন DTO সাহাব উদ্দিন তাপাদার, বদরপুর থানার OC সোমেশ্বর কোয়র, ট্রাফিক ইনচার্জ একে মজুমদার সহ অন্যরা৷