এবিভিপির করিমগঞ্জ কমিটি গঠিত
করিমগঞ্জ : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, করিমগঞ্জ ইউনিটের সভাপতি হয়েছেন করিমগঞ্জ কলেজের গণিত বিভাগের প্রধান কৃষ্ণপদ দাস৷ সম্পাদক করা হয়েছে সপ্তর্ষি দাসকে৷ সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে আয়োজিত একদিনের প্রশিক্ষণ শিবিরে এই নতুন কমিটি গঠন করা হয়েছে৷ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ABVP -র জেলা সাংগঠনিক সম্পাদক ভাস্কর সরকার, করিমগঞ্জ বিভাগ প্রমুখ অধ্যাপক ড. সুজিত তিওয়ারি, অলোক গুপ্ত, সম্রাট দাস পুরকায়স্থ, রাজর্ষি দেব৷
নতুন কমিটিতে ৪ উপ-সভাপতি হলেন — রবীন্দ্রসদন কলেজের অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ, করিমগঞ্জ কলেজের অধ্যাপক অমিত দেব, সুব্রত নাথ, সহন বিশ্বাস৷ ৫ যুগ্ম সম্পাদক হলেন – পঞ্চম দাস, সুজিত রায়, স্বরাজ পাল, সংঘমিত্রা বর্ধন, পূজা বসু৷ কোষাধ্যক্ষ করা হয়েছে হীরক যাদবকে৷ কার্যকরী সদস্য রয়েছেন ১৩ জন৷ এছাড়া বিভিন্ন বিভাগের পৃথক দায়িত্ব পেয়েছেন অনেকে৷ নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, ছাত্র সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক ভাস্কর সরকার৷ করিমগঞ্জ ABVP নতুন উচ্চতায় গিয়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷