Barak Valley
এরঙ্গাবাদে শীতলা মন্দিরের মূর্তি ভাঙচুর, তদন্তে বদরপুর পুলিশ
বদরপুর : বদরপুর থানা এলাকার এরাঙ্গাবাদ রেল লাইনের দক্ষিণে থাকা শীতলা মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনাটি সোমবার সকাল ৯টায় প্রকাশ্যে আসে৷ তবে এই ঘটনা কখন সংঘটিত হয়েছে তা কেউ বলতে পারছেন না৷ খবরটি চাউর হতেই গ্রামের মানুষ শীতলা মন্দির চত্বরে ভিড় জমান৷ খবর দেওয়া হয় বদরপুর থানায়৷ ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কোঁওর মালুয়া পিআইসিপির ইনচার্জ এস আই দিবাকর গগৈ সহ পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দুপুর ১২টায় সরেজমিনে পৌঁছান৷
প্রাথমিক তদন্তে পুলিশ দেখতে পায় মন্দিরের গেটে তালা নেই, গেট খোলা৷ মন্দিরের ভেতরে থাকা ৩টি মূর্তি মাটিতে ফেলে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তিগুলিও৷
এদিকে, মন্দির কমিটির পক্ষ থেকে ঘটনার তদন্ত করে বিহীত পদক্ষেপ নেওয়ার জন্য বদরপুর থানার ওসির কাছে দাবি জানানো হয়েছে ৷