Updates

এরালিগুলের দীনদয়াল মডেল কলেজে আন্তর্জাতিক নারী দিবস পালিত

করিমগঞ্জ : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগ এবং মহিলা সেলের যৌথ উদ্যোগে ৮ মার্চ পালিত হল আন্তর্জাতিক নারী দিবস৷ এই অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য ছিল সামাজিক অগ্রগতির জন্য নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইগ্রাম মডেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ সুমাইয়া সুলতানা৷

শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী৷ তিনি পারিবারিক জীবনে, কর্মজীবনে এবং সর্বোপরি সমাজ জীবনে মেয়েদের বহুমুখী ভূমিকা তথা অবদানের বিষয়ে আলোকপাত করেন৷ তিনি বলেন, নারীর ক্ষমতায়ন করা একটি বড় দায়িত্ব এবং লিঙ্গ সমতার জন্য এটি প্রয়োজনীয়৷ এখন নারীদের কর্মক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হয়েছে৷ নারীরা আজ তাঁদের শক্তি এবং ক্ষমতা উপলব্ধি করতে শুরু করেছে, তারা একই সঙ্গে পরিবার এবং সমগ্র সমাজের সাফল্যে অবদান রাখছেন৷ তিনি আরও বলেন, কোন সমাজ তখনই উন্নত হয় যখন নারীদের সমান সম্মান দেওয়া হয়৷ প্রধান অতিথি ডাঃ সুমাইয়া সুলতানা, এ বছরের প্রতিপাদ্য ‘নারীতে বিনিয়োগ করুন-অগ্রগতি ত্বরান্বিত করুন’ নিয়ে বক্তব্য পেশ করেন৷ এদিন অনলাইনে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রধান করা হয়৷

Show More

Related Articles

Back to top button