এরালিগুল দীনদয়াল মডেল কলেজ নেতাজি জন্মজয়ন্তী
এরালিগুলে পরাক্রম দিবস উদযাপন
করিমগঞ্জ : করিমগঞ্জ এরালিগুলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও IQAC-র যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পরাক্রম দিবস৷ প্রদীপ প্রজ্বলন ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সতীনাথ পাল৷ এ অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ইমাম উদ্দিন আনসারি৷ এ বছরের পরাক্রম দিবসের থিম ছিল ‘নেতাজি নতুন ভারতের অনুপ্রেরণা’৷ এ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন ড. আনসারি৷ তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান নিয়েও আলোচনা করেন৷ অনুষ্ঠানে শিক্ষক-অশিক্ষক কর্মী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন৷ ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন বাংলা বিভাগের প্রধান ড. দেবযানী দেবনাথ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কণিকা চক্রবর্তী৷