এরালিগুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের যুব দিবস উদযাপন
করিমগঞ্জ : এরালিগুল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের জাতীয় সার্ভিস স্কিম ইউনিট, যুব পর্যটন ক্লাব এবং ইয়ুথ রেডক্রস ইউনিটের সহযোগিতায় শুক্রবার জাতীয় যুব দিবস উদযাপন করা হয়৷ এ দিন অনুষ্ঠানের শুরুতে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়৷ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সতীনাথ পালের স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান৷
অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. অবিনাশ শুক্লবৈদ্য৷ তিনি ছাত্র-ছাত্রীদের স্বামীজির জীবনাদর্শে নিজের জীবনকে পরিচালনা করার জন্য অনুরোধ জানান৷ তিনি আরও জানান, স্বামীজি সর্বদা বলে এসেছেন ‘ছাত্র জীবনই জীবনের কঠোর তপস্যা’ এই তপস্যা যেন সফল ভাবে পরিপূর্ণ হয়ে উঠতে পারে৷ এরপর কেন্দ্র সরকার পরিচালিত এই বিশেষ দিনটিতে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতানুষ্ঠান ছাত্রছাত্রীদের LIVE telecast দেখানো হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. কণিক চক্রবর্তী৷ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষা কর্মী সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন৷