Barak Valley
এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়া, সর্তকতা জারি

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের ম্যাজিস্ট্রেসি শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন, এরালিগুলে অবস্থিত ১৫ নম্বর এপি (আইআর) ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে আগামী ১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫-টা থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১৮ নম্বর ব্যাচ জুনিয়র এনসিও ক্যাডার কোর্স পার্সোনালদের গুলি চালনার মহড়া অনুষ্ঠিত হবে। ওই গুলি চালনার মহড়ার সময় যাতে কোনও ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।