এরালিগুল মহাবিদ্যালয়ে বক্তৃতানুষ্ঠান
করিমগঞ্জ : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে সমান সুযোগ সেল ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটির উদ্যোগে শনিবার সাংস্কৃতিক বৈচিত্র, সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও মহিলাদের জন্য আইনি বিধান বিষয়ক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে৷
আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন আইনজীবী আব্দুস সুবুর তাপাদার৷ অতিথি হিসেবে ছিলেন মানিক হোসেন, রফিকুল হক, বাহারুল ইসলাম৷
আইনজীবী তাপাদার খুব সুন্দর ভাবে সাংস্কৃতিক বৈচিত্রের বিভিন্ন দিকগুলো আলোচনা করেন৷ তাঁর বক্তব্যে ফুটে ওঠে সম্প্রীতি, সম্মান ও সমতার কথা৷ বলেন, সম্প্রীতি, সম্মান ও সহমতার মধ্য দিয়ে গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে৷ পাশাপাশি তিনি সংকট ও এর থেকে উত্তরণের কথাও বলেন৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ক্যালবেরি আর দরগণ৷ তাকে প্রযুক্তিগত ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে সাহায্য করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সানশাইন ডমিনিক কোবরা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবযানী দেবনাথ৷