Barak Valley

এলংজুড়িতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, হত ১, আহত ২

করিমগঞ্জ : তখন ঘড়িতে রাত ১টা বেজে ১৫ মিনিট৷ রাতটা ছিল কালিপূজার৷ আনন্দে আত্মহারা ৩ বন্ধু৷ দীপাবলির আনন্দ উপভোগ করতে ৩ বন্ধু এক বাইকে করে চরগোলার দিক থেকে করিমগঞ্জ শহর অভিমুখে যাচ্ছিল৷ বাইকের গতি কেউ না দেখলেও তবে অনুমান করা যাচ্ছে বাইকে দ্রুত গতিতে চলছিল৷ মথায় ছিল না হেলমেট৷ শহর সংলগ্ন এলংজুড়িতে আসতেই ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা৷ প্রাণ গেল এক বাইক আরোহীর৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশ সহ আধা সামরিক বাহিনী৷

জানা গেছে, AS 10 D 3617 নম্বরের একটি বাইকে চেপে ৩ যুবক শহর অভিমুখে যাচ্ছিল৷ আর এতেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে৷ এলংজুড়িতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে৷ কালভার্ট নির্মাণের জন্য রাস্তার উপর গর্ত করা হয়েছে৷ আর সেই গর্তে বেরিকেড ঠিক না থাকার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করেছে অনেকেই৷ দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন এসে ৩ যুবককে উঠিয়ে সিভিলে পাঠালে একজনের রাস্তায় মৃত্যু হয়৷ অপর একজনের অবস্থা সঙ্কটজনক থাকায় SMCH-এ পাঠানো হয়৷ মৃতে নাম প্রমীত সেন৷ জখম যুবকের নাম নীলু দে, অপর জনের নাম জানা যায় নি৷

Show More

Related Articles

Back to top button