এসসি এসটি সম্প্রদায়ের লোকের অর্গেন ট্রান্সপ্লান্ট, সার্জারির দরখাস্ত আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : নয়াদিল্লির ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন থেকে এসসি,এসটি সম্প্রদায়ের লোকের অর্গেন ট্রান্সপ্লান্ট, সার্জারি সহ বিভিন্ন জটিল রোগ লিভার, ক্যান্সার, ব্রেইনের অসুখ ইত্যাদির চিকিৎসার জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোসিয়াল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা ডক্টর আম্দেকর ফাউন্ডেশন ( ডি এ এফ) মেডিকেল এইড নামক এই প্রকল্পের বিস্তারিত হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই মেডিকেল এইড এর ক্ষেত্রে হার্ট সার্জারির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা, কিডনি সার্জারি ডায়ালিসদের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা, ক্যান্সারের সার্জারি কেমোথেরাপি রেডিওলজির জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা, ব্রেইন সার্জারি দেড় লক্ষ টাকা, কিডনি অর্গান প্লেন্ট সাড়ে ৩ লক্ষ টাকা, স্পাইনাল সার্জারি ১ লক্ষ টাকা দেওয়ার সংস্থান আছে বলে ডিএএফ এর ডিরেক্টর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশদ বিবরণ ডিএএফ এর ওয়েবসাইট অথবা হাইলাকান্দির সাবডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে।