Barak Valley

কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন।

করিমগঞ্জ : কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষা, স্বাস্থ্যমন্ত্রী তথা এপিসিসির সাধারণ সম্পাদক আবু সালেহ নজমুদ্দিন৷ শনিবার কংগ্রেস ত্যাগ করে তিনি বলেন, ‘দীর্ঘ ৫২ বছর কংগ্রেসের হয়ে কাজ করে আজ দল ছাড়তে বাধ্য হলাম৷ বর্তমানে দলে নীতি বলে কিছু নেই৷ লোকসভার ১৪টি আসনে কংগ্রেস থেকে কে টিকিট পাবেন তাও স্থির করে শাসক দল বিজেপি৷ বর্তমান কংগ্রেস দল অন্যের ওপর নির্ভরশীল৷’

আবু সালেহ নজমুদ্দিন আরও জানান, ছাত্র জীবন থেকে কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন তিনি৷ কংগ্রেসের সঙ্কটের সময়ও তিনি দল ত্যাগ করেননি৷ রাজ্যে UDF গঠনের সময় তাঁকে নতুন দলে যোগদান করতে বার বার আহ্বান জানানো হলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করেন৷ তিনি জানান, তিনিই প্রথম বাঙালি ও মুসলমান হিসেবে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন৷ বর্তমানে দলের ন্যায় বলতে কিছু নেই৷ তাই অন্যায়ের বিরুদ্ধে তিনি দলত্যাগ করেছেন৷

আবু সালেহ নজমুদ্দিন আরও জানান, কোনও দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি৷ আবু সালেহ নজমুদ্দিনের কংগ্রেস দল ত্যাগ বরাকের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন৷

Show More

Related Articles

Back to top button