Barak Valley
কবি পুরুষোত্তম ভট্টাচার্যের কাব্যগ্রন্থ কলকাতায় উন্মোচিত
করিমগঞ্জ : কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় উন্মোচিত হল প্রান্তিক জেলার কালীগঞ্জ, বাগবাড়ি গ্রামের সুসন্তান, আধুনিক বাংলা সাহিত্যের কবি পুরুষোত্তম ভট্টাচার্যের বিশেষ কাব্যগ্রন্থ ‘পারিনি গো ভুলতে তোমায়’৷ নীরেন্দ্রনাথ মুক্তমঞ্চে সংশ্লিষ্ট গ্রন্থটি প্রকাশ করে কলকাতার স্বনামধন্য প্রকাশক সময়ের আনন্দ প্রকাশনী৷ তাছাড়া বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদানের জন্য ‘বঙ্কিমচন্দ্র স্মারক সাহিত্য সম্মান-২০২৪’ প্রদান করা হয়৷ প্রকাশক গোষ্ঠীর ধারণা, কবির অন্যান্য জনপ্রিয় কাব্যগ্রন্থগুলির মতো এই গ্রন্থটিও বাংলা কবিতপ্রেমী পাঠক-পাঠিকাদের হৃদয়ে স্থান করে নেবে৷ অনুষ্ঠানে কবি বক্তব্য রাখার পাশাপাশি কবিতা পাঠ ও তাঁরই লেখা, সুরারোপিত কয়েকটি গান পরিবেশন করেন৷