কমলাক্ষের বিরুদ্ধে খড়গহস্ত NSUI রাজ্য সম্পাদক
করিমগঞ্জ : ভোটের দিন Booth Capturing সহ রেগিং করার অভিযোগে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী৷ ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগ জানিয়ে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানাবেন বলে শনিবার জানান তিনি৷
ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশ সহ Booth Capturing ও রেগিঙের পাশাপাশি গুন্ডা বাহিনী দিয়ে তাঁকে শারীরিক ভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন শুভজিৎ৷ শনিবার সংবাদ মাধ্যমের সামনে এভাবেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভজিৎ৷ বলেন, ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবেই চলছিল৷ কিন্তু উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ দলবল নিয়ে শহরের পাবলিক স্কুল সহ অন্য ভোটগ্রহণ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেন৷
২৭৩ নং ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষী এবং প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে গুন্ডা বাহিনী নিয়ে ভেতরে প্রবেশ করেন কমলাক্ষ৷ সেখানে কংগ্রেসের পোলিং এজেন্টের হাত থেকে ভোটার তালিকা কেড়ে নেন তিনি৷ এতে প্রতিবাদ জানলে বিধায়কের সাঙ্গপাঙ্গরা তাঁকে মারধর করে বলেও অভিযোগ করেন শুভজিত৷