Barak Valley

করিমগঞ্জের কটামণি মাদ্রাসায় ৭৬-তম বাত্‍সরিক ওয়াজ মেহফিল আগামী ২ জানুয়ারি

কটামণি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন কটামণি এলাকার অন্যতম ইসলা‌মিক শিক্ষা প্রতিষ্ঠান কটামণি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসায় ৭৬-তম বাত্‍সরিক ওয়াজ মেহ‌ফিল অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। আয়োজক কমিটির পদাধিকারী হিলাল আহমেদ এ খবর জানিয়েছেন।

তিনি জানান, এদিন সকাল থেকে শুরু হ‌বে ধ‌র্মীয় অনুষ্ঠা‌ন‌টি। পরের দিন মঙ্গলবার সকা‌লে সম্পন্ন হ‌বে মেহফিল অনুষ্ঠান। অনুষ্ঠান‌কে সর্বাঙ্গসুন্দরভা‌বে পালন কর‌তে ব্যানপক প্রস্তু‌তি হা‌তে নি‌য়ে‌ছেন আ‌য়োজক মণ্ডলি।

‌নির্ধা‌রিত অনুষ্ঠা‌নে সভাপ‌তির আসন অলঙ্কৃত কর‌বেন আম‌ন্ত্রিত অতি‌থি সর্বভারতীয় জমিয়ত উলেমার সদস্য মওলানা মাহবুব হাসান। এছাড়া মেহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরীয়ত মওলানা শেখ ইয়াহিয়া। প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপ্রদেশের জামিয়া ইসলামিয়া হাতুড়াবন্দ মুহাদ্দিস আহমদ নদবি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যথাক্রমে হজরত মওলানা এএইচ মহম্মদ লুকমান, মওলানা হুসাইন আহমদ প্রমুখ।

এছাড়া মহফিলে ওয়াজ সাহেবান হিসেবে উপস্থিত থাকবেন মওলানা খলিলুর রহমান, মওলানা আবুল কাসিম, মওলানা সব্বির আহমদ প্রমুখ। ধর্মীয় অনুষ্ঠা‌নে ইসলাম ধর্মাল‌ম্বীদের উপস্থিতি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা করেছেন আ‌য়োজক কমিটির প‌ক্ষে হিলাল আহমেদ ও হবিবুর রহমান।

Show More

Related Articles

Back to top button