করিমগঞ্জের কলকলিঘাট সমবায় সমিতির নামে পঁচাত্তর বিঘা সরকারি জমি বরাদ্দ, খুশির জোয়ার
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন কলকলিঘাট সমবায় সমিতির নামে পঁচাত্তর বিঘা সরকারি জমি বরাদ্দ হয়েছে। এ খবর শুনে খুশির জোয়ার বইছে এলাকার জনগণ সহ সমবায় সমিতি কর্তৃপক্ষের মধ্যে।
গত ২৭ অক্টোবর করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিস কর্তৃক মঞ্জুরকৃত ৭৫ বিঘা সিলিং খাস জমির সরকারি নথিপত্র আমিন আবদুর রৌফ সমঝে দেন সমবায় সমিতির সম্পাদক ও সভাপতির হাতে।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে কলকলিঘাট সমবায় সমিতির সম্পাদক পান্না গোপ জমি বরাদ্দের খবরের সত্যতা স্বীকার করে বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ৭৫ বিঘা জমি বরাদ্দের ফলে সমবায়ের আর্থিক ভিত অনেক মজবুত হবে। বরাদ্দকৃত জমিতে ফিশারি ও বাগান করার পরিকল্পনা রয়েছে সমবায় সমিতি কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, অনুরূপভাবে লোয়াইরপোয়া সমবায় সমিতির নামেও সরকারি জমি পাইয়ে দিয়েছেন এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল।