করিমগঞ্জের কাঁঠালতলিতে মাদ্রাসা সহ দোকানে দুঃসাহসিক চুরি, প্রতিক্রিয়া
বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন কাঁঠালতলির একটি মাদ্রাসা সহ সংলগ্ন একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকার জনমনে চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের রাতে একদল চোর প্রথমে একটি দোকানে হাত সাফাই করে লাগোয়া মাদ্রাসার দানপাত্র ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। আজ শনিবার সকালে ঘটনাটি চাউর হলে তদন্তে নামে স্থানীয় পুলিশ।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাসিমুল-উলুম মাদ্রাসা সংলগ্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলাম উদ্দিনের দোকানে হানা দেয় চোরের দল। তারা দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে। দোকানে হাত সাফাই করে চোরের দলটি মাদ্রসায় প্রবেশ করে চুরিকাণ্ড সংগঠিত করে। দুটি প্রতিষ্ঠানে হানা দিয়ে চোরেরা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে খবর। জানা গেছে, সিসি টিভির ফুটেজ সংগ্ৰহ করে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে চুরির ঘটনা চাউর হতেই শনিবার সকালে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়রা এ ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, কিছুদিন আগে কাঁঠালতলিতে হিট অ্যান্ড রানের বিরুদ্ধে আহূত এক হরতালে পুলিশ-জনতা লঙ্কাকাণ্ডের পর ২১ দিন ধরে বৃহত্তর এলাকায় সিআরপিসির ধারা ১৪৪ বলবত্ রয়েছে। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না। রাতভর চলেে পুলিশি টহল। অই পরিস্থিতিতে সংগঠিত চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন জনসাধারণ।