করিমগঞ্জের কাঁঠালতলিতে বাজেয়াপ্ত দেড় লক্ষাধিক টাকার গাঁজা, আটক তিন
বাজারিছড়া : ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারের পথে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি ওয়াচ পোস্ট পুলিশের হাতে উদ্ধার হয়েছে দেড় লক্ষাধিক টাকার নিষিদ্ধ গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে জড়িত অভিযগে পুলিশ আটক করেছে তিনজনকে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কাঁঠালতলি ওয়াচ পোস্টের নবাগত এএসআই সজল চক্রবর্তী দলবল নিয়ে বুধবার বিকালে কুকিতল রবার বাগান এলাকায় নাকা চেকিং বসিয়ে এই সাফল্য পেয়েছেন। সন্ধ্যার দিকে ত্রিপুরা থেকে টিআর ০৫ ডি ০৬৫৫ নম্বরের একটি স্করপিও গাড়ি ২০৮ নম্বর বিকল্প সড়ক ধরে পাথারকান্দির দিকে যাওয়ার পথে গতিরোধ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।
গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে একটি হ্যান্ড ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ থেকে বেশ কয়েকটি প্যাকেটে প্রায় ১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এগুলোর কালোবাজারি মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে। এর সঙ্গে আটক করা হয়েছে যথাক্রমে সঞ্জয় দেবনাথ, শংকর পাল এবং নিরুপম নাথকে। ধৃতদের বাড়ি ত্রিপুরায়।