Barak Valley

করিমগঞ্জের কানিশাইলে গেরুয়া পতাকা ছেড়ার পাশাপাশি রামভক্তকে মারধর

কানিশাইল : স্কুটিতে রামের ছবি থাকা ডেলিভারি বয়কে বেধড়ক পেটালো জনাকয়েক দুষ্কৃতী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার৷ এ নিয়ে সদর থানায় একটি মামলা হয়েছে৷

সূত্র মতে, বিপ্লব দাস নামের নিলামবাজারের বাসিন্দা ডেলিভারি বয় শনিবার রাত ৭টা নাগাদ করিমগঞ্জ শহরতলির কানিশাইল এলাকার বানুগ্রাম মসজিদের পাশে গেলে একাংশ দুষ্কৃতী তাঁকে মারধর করে বলে অভিযোগ৷ এমনকি অকথ্য ভাষায় গালাগাল করে, ঝান্ডা ভেঙে মাটিতে ফেলে দেয়৷ তাঁর স্কুটিতে রামের ছবি সহ একটি গৈরিক পতাকা লাগানো ছিল৷ তিনি নিজের সঙ্গীদেরও ঘটনাটি জানান৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর সঙ্গীরা৷ কতিপয় দুষ্কৃতী তাঁকে পেটানোর পর সে ঘটনাস্থল থেকে বিষয়টি সামাজিক মাধ্যমে আপলোড করে৷ পরবর্তীতে সেটি ডিলিট হয়ে যায়৷ এ নিয়ে একাংশ লোকের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়৷

পরবর্তীতে করিমগঞ্জ সদর থানায় মামলা করেন ওই যুবক৷ পুলিশ তাঁর মেডিক্যাল পরীক্ষাও করায়৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ সুপার৷ ঘটনার পেছনে রামের ছবি থাকা না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ৷ এখন পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

অন্যদিকে, তাঁর সঙ্গীরা ঘটনাস্থল থেকে গিয়ে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন৷ ঘটনাটি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন সুব্রত ভট্টাচার্য৷ অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না বলে তাঁকে আশ্বস্ত করেন এসপি পার্থপ্রতিম দাস৷

Show More

Related Articles

Back to top button