Barak Valley

করিমগঞ্জের খেল মহারণের পুরস্কার বিতরণ সম্পন্ন

স্মরণিকা উন্মোচনের মাধ্যমে সম্পন্ন

করিমগঞ্জ : পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে উত্তর করিমগঞ্জ খেল মহারণের বিধানসভা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার শহরের গ্রন্থাগার হলে আয়োজিত অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৯ এবং ঊর্ধ্ব ১৯-র পুরুষ ও মহিলাদের বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে৷

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথি বৃন্দ৷ এ উপলক্ষে ১৭ জন প্রাক্তন খেলোয়াড় ও সংগঠককে খেল মহারণ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ এই ১৭ জনের মধ্যে চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, কালিকা প্রসাদ দত্ত এবং রামেন্দ্র ভট্টাচার্য অনুপস্থিত ছিলেন৷ বাকিরা যথাক্রমে বিমান বিহারী সিনহা, অমলেশ চৌধুরী, প্রাণেশ রঞ্জন দে, শম্ভুলাল গোয়ালা, ডাঃ মণিশঙ্কর দাশগুপ্ত, রজত দাস, বলরাম দাস, সুখেন্দু বিকাশ পাল, পদ্মাবতী মজুমদার, রিনা ভট্টাচার্য, কাবেরী দে, দীপালী দাস, শিবানী রায়৷

উত্তর করিমগঞ্জ খেল মহারণের LAC লেভেল কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন BDO অঞ্জনা পাল৷ প্রধান অতিথি হিসেবে জেলাশাসক মৃদুর কুমার যাদব বক্তব্য রাখেন৷ তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং জেলা পর্যায়ে ভালো খেলার জন্য উৎসাহ দেন৷ এছাড়া DSO ঝিমলি বরা এবং করিমগঞ্জ DSA সচিব সুদীপ চক্রবর্তী সহ অশোক দত্ত, বিমান শ্যাম পুরকায়স্থ, আশিস দাস, অসিত পাল, সুখেন্দু দাস, অজয় কর, সুজিত তিওয়ারি এবং ক্রীড়া সাংবাদিক জাকির হুসেন প্রমুখকে স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়৷ এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খের মহারণ কমিটির পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়৷

Show More

Related Articles

Back to top button