করিমগঞ্জের চুড়াইবাড়িতে এবার সাড়ে তিন কোটি টাকার নেশার কফ সিরাপ সহ বাজেয়াপ্ত লরি, গ্রেফতার দুই

বাজারিছড়া : করিমগঞ্জের অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি (অসম) ওয়াচ পোস্টের পুলিশের অভিযানে আবারও উদ্ধার হয়েছে নেশার কফ সিরাপ। নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের উত্তরপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর তিওয়ারি এবং রামসাগর তিওয়ার বলে পরিচয় পাওয়া গেছে।
ঘটনা আজ শনিবার কাকভোরে সংঘটিত হয়েছে। চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ কাকভোরে দলবল নিয়ে অভিযান চালান তিনি। এক সময় বহিঃরাজ্যা থেকে ইউপি ৮০ ডিটি ০৪৯৯ নম্বরের একটি ১২ চাকার টাইলস বোঝাই লরি আসে। তাতে তালাশি চালিয়ে ২১৫ কার্টুনে ৩৮ হাজার ২০০ শিশি নেশার কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারে মূল্য অনুমানিক সাড়ে তিন কোটি টাকা হবে বলে ধারণা করছেন তাঁরা।
নেশাদ্রব্য পাচারের অভিযোগে লরির চালক ও সহ-চলককে আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান পুলিশ অফিসার প্রণব মিলি।