করিমগঞ্জের চুড়াইবাড়িতে ২০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার এক
বাজারিছড়া : গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে করিমগঞ্জ জেলার (অসম) অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ। নিষিদ্ধ নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ রবিবার সকালে এএস ইউপি ২১ সিএন ৭৬৫৬ নম্বরের শীতবস্ত্র বোঝাই বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থা মা অন্নপূর্ণা নামের একটি কন্টেইনার (পণ্যবাহী লরি) চু্ড়াইবাড়ি পুলিশ চেক গেটে আসে। লরিতে রুটিন তালাশি চালিয়ে কর্তব্যরত পুলিশের দল বিভিন্ন শীত বস্ত্রের আড়াল থেকে ১২ কার্টুনে এক হাজার ২০০ শিশি নেশার কফ সিরাপ এসকাফ উদ্ধার করেন। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারে মুল্য কমপক্ষে ২০ লক্ষাধিক টাকা হবে।
নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা কনটেইনার চালক গুলফাম আলিকে। পুলিশ অফিসার মিলি জানান, ধৃত গুলফামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।