Barak Valley
করিমগঞ্জের চুড়াইবাড়িতে ট্রাক থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক কফ সিরাপ
করিমগঞ্জ : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়িতে একটি ট্রাক থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের মাদক কফ সিরাপ। তবে পুলিশি তালাশির সময় সুযোগ বুঝে পালিয়ে গেছে নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ব্যবহৃত ট্রাকের চালক। ফলে কফ সিরাপ পাচারের অভিযোগে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, আজ শুক্রবার সকালে এএস ১১ ডিসি ৮৭৪৬ নম্বরের একটি ছয় চাকার নুাডলস্ বোঝাই ছয় চাকার ট্রাক ত্রিপুরায় প্রবেশের পথে চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে আসে। তখন ট্রাকের গতিরোধ করে কর্তব্যরত পুলিশ তাতে তালাশি চালায়। তালাশিতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে বিপুল পরিমাণের নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। তবে এই খবর লেখা পর্যন্ত উদ্ধারকৃত কফ সিরাপগুলির পরিমাণ জানা যায়নি।