করিমগঞ্জের জাবদায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ১
করিমগঞ্জ : দক্ষিণ করিমগঞ্জের সীমান্তবর্তী জাবদা গ্রাম থেকে মঙ্গলবার ১০ হাজার না নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে৷ ধৃত পাচারকারী করিমগঞ্জের দেওপুর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল নূরের পুত্র জাবির হুসেন (২৫) বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহার করা AS 24B 4318 নম্বরের পালসার মোটর সাইকেল৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে তার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন৷ করিমগঞ্জ পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷
সদর পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত রাতে করিমগঞ্জ-সুতারকান্দিগামী জাতীয় সড়কের একাধিক স্থানে নাকা চেকিং গড়ে তোলা হয়৷ জাবদা এলাকায় নির্দিষ্ট নম্বরের মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে সেটি থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট৷ এরপর মাদক সহ মোটর সাইকেল বাজেয়াপ্ত করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয় ধৃতকে৷