Updates

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবকে সংবর্ধনা নদওয়াতুত তামিরের

করিমগঞ্জ : দক্ষ প্রসাশক হিসেবে করিমগঞ্জে জেলাশাসক মৃদুল যাদবকে সংবর্ধিত করল নদওয়াতুত তামির সংস্থা৷ জেলায় শান্তি সম্প্রীতি অটুট রাখতে তাঁর ভূমিকা অপরিসীম৷ তাঁর দক্ষ পরিচালনার দরুণ আজ জেলার মানুষ রয়েছেন শান্তিতে৷ সব মিলিয়ে তিনি একজন দক্ষ প্রশাসক৷

মঙ্গলবার ডিসি অফিসের কার্যালয়ে গিয়ে নদওয়ার এক প্রতিনিধি দল ডিসি মৃদুল যাদবকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁকে উষ্ণ অভিনন্দন জানায়৷ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন চৌধুরী উসামা মবরুর৷ প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক মাওলানা উসামা মবরুর চৌধুরী৷ কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক মাওলানা নঈম উদ্দিন চৌধুরী ও করিমগঞ্জ যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন৷

Show More

Related Articles

Back to top button