Updates

করিমগঞ্জে দেশ ভক্তি দিবস পালন : রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

করিমগঞ্জ ২৮ জুলাই : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও দেশভক্ত তরুণ রাম ফুকনের মৃত্যু দিবস ২৮ জুলাই দেশ ভক্তি দিবস হিসেবে পালন করা হয়েছে। এতে ২৮ জুলাই করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের সহযোগিতায় জেলার মূল অনুষ্ঠান করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সকাল ১১ টায় অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত জেলা আয়ুক্ত, ডিআইপিআরও ইফতিখার জামান ও অন্যান্য উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্জ্বলন ও দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর সভাপতি সহ অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

এতে এই দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন করিমগঞ্জের ডিআইপিআরও। অনুষ্ঠানে মুগরাপুর এম ই স্কুলের শিক্ষক অরূপ দাস দেশভক্ত তরুণ রাম ফুকনের দেশ ভক্তি ও জীবন আদর্শ নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

এদিনের অনুষ্ঠানে সভাপতির ভাষনে অতিরিক্ত জেলা আয়ুক্ত দেশভক্ত তরুণ রাম ফুকনের স্বাধীনতা আন্দোলনে যোগদান, তার জ্ঞান, জীবন আদর্শ এবং স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী সহ অন্যান্য নেতাদের সাথে তার যোগদানের বিষয় নিয়ে আলোকপাত করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে তার জীবন আদর্শ অনুসরণ করতে পরামর্শ দেন।

এদিকে দেশ ভক্তি দিবস উপলক্ষে করিমগঞ্জে জেলা পর্যায়ে এ বি ও সি এই তিনটি ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই রচনা প্রতিযোগিতায় ‘এ’ ক্যাটাগরিতে প্রথম আর কে বিদ্যাপীঠ এইচ এস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী চন্দবীণা পাল, দ্বিতীয় মুগরাপুর এম ই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সেহেনা বেগম ও তৃতীয় জুমবস্তী প্রবালিনী এম ই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী কনোশ্রী দাস। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরিতে প্রথম প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রৌশন আলম পারভেজ, দ্বিতীয় আর কে বিদ্যাপীঠ এইচএস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী রুবি বারই ও তৃতীয় পাথু মহিশাসন হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অনুরাধা দাস।

এছাড়া ‘সি’ ক্যাটেগরিতে প্রথম খয়রুন্নেসা বেগম ওমেন্স কলেজের স্নাতক দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া আক্তার তামান্না, দ্বিতীয় রবীন্দ্র সদন গার্লস কলেজের স্নাতক পঞ্চম সেমিস্টারের ছাত্রী প্রিয়া চন্দ, এবং তৃতীয় রবীন্দ্র সদন গার্লস কলেজের স্নাতক পঞ্চম সেমিস্টারের ছাত্রী তাকওয়া বেগম চৌধুরী। এদিনের অনুষ্ঠানে সভাপতি সহ অতিথিরা বিজয়ীদের হাতে শংসাপত্র এবং ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, দেশ ভক্তি দিবস উপলক্ষে রাজ্য পর্যায়ে তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তাতে করিমগঞ্জ জেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার ‘এ’ ক্যাটাগরিতে প্রথম স্থানাধিকারী চন্দবীণা পাল রাজ্য পর্যায়ের রচনা প্রতিযোগিতার বাংলা বিভাগের রচনায় বিশেষ স্থান অধিকার করেছে। এতে ২৮ জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠিত দেশ ভক্তি দিবসের রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠানে চন্দবীণা পালকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button