Barak Valley

করিমগঞ্জের দুই কবির কাব্যগ্রন্থ উন্মোচন

করিমগঞ্জ : এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জের ২ কবির ২টি কাব্যগ্রন্থ উন্মোচন হল৷ চান্দ্রেয়ী দেবের রচিত কাব্যগ্রন্থ ‘কবিতা তোমায় ভালোবেসে’ ও রঞ্জিতা চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থ ‘কবিতা আমার শেষ ঠিকানা’ এই দু’টি কাব্যগ্রন্থ উন্মোচন উপলক্ষ্যে রবিবার থানা রোডস্থ মনসা বিবাহ ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজী মহারাজ৷ কাব্যগ্রন্থ দু’টি উন্মোচন করেন ২ লেখিকার বাবা ও মা৷ লেখিকা চান্দ্রেয়ী দেবের বাবা চন্দন দে, মা শ্যামলী দেব এবং লেখিকা রঞ্জিতা চক্রবর্তীর বাবা রঞ্জিত চক্রবর্তী ও মা নিরুপমা চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী৷

এদিন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজী মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম, দর্শন, সাহিত্য হচ্ছে প্রাচীন ভারতের আদর্শ৷ সারা পৃথিবীতে যখন এসব ছিল না তখন ভারতবর্ষে এগুলো ছিল৷ ধর্ম, দর্শন, সাহিত্য ভারতের নিজস্ব সৃষ্টি, ভারতের সভ্যতা৷ সাহিত্য হচ্ছে সমাজের আয়না৷ যে সমাজে সাহিত্য উন্নত হবে সেই সমাজ এগিয়ে যাবে৷ আজ করিমগঞ্জের ২ নবীন লেখিকার ২টি কাব্যগ্রন্থ উন্মোচন হচ্ছে৷ তাঁরা ভবিষ্যতে আরো উন্নতি করবে এবং আরো লেখালেখি করবে বলে তিনি আশা করেন৷

ড. রাধিকারঞ্জন চক্রবর্তী বলেন, আমি নিজে কোনদিন সাহিত্য চর্চা করিনি৷ কেননা, আমি একজন বিজ্ঞানের ছাত্র ছিলাম৷ তবে, এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি খুশি অনুভব করি৷ আমি জানতে পেরেছি তারা দু’জনেই অনেকদিন থেকে কবিতা লিখে আসছে৷ আজ তাঁদের লেখা প্রথম গ্রন্থ উন্মোচন করা হয়েছে৷ ভবিষ্যতে তাঁরা আরও এগিয়ে যাবে এবং আরো অনেক গ্রন্থ লিখবে এই আশা তিনি করেন৷ তিনি দু’জনকেই আশীর্বাদ করেন৷

লেখিকা রঞ্জিতা চক্রবর্তী বলেন, ছোটবেলা থেকে কবিতার প্রতি আগ্রহ ছিল৷ স্কুলজীবন থেকে ছোট ছোট কবিতা লেখার চেষ্টা করে যাই৷ গত কয়েক বছর থেকে সামাজিক মাধ্যমে কবিতা লিখে পোস্ট করা হয়েছে৷

লেখিকা চান্দ্রেয়ী দেব বলেন, গত কোভিডের সময় বাড়ি থেকে বের হওয়ার কোন সুযোগ ছিল না৷ বাড়িতে বসে বসে সময় কাটানোর জন্য কবিতা লেখা শুরু করেন৷ পরে ধীরে ধীরে কবিতা লেখার নেশা হয়ে যায়৷ সামাজিক মাধ্যমে অনেক কবিতা পোস্ট করা হয়েছে৷ এবার দু’জনে একমত হয়ে কাব্যগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন৷ এদিন কাব্যগ্রন্থ উন্মোচনের পর বিভিন্ন শিল্পী নাচ-গান ও কবিতা পরিবেশন করেন৷

Show More

Related Articles

Back to top button