Barak Valley

করিমগঞ্জের দোহালিয়ায় ধান ক্ষেতে যাত্রীবাহী বাস, আহত ২০, গুরুতর কয়েকজন

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার দোহা‌লিয়ার পূর্বগুলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বি‌ভিন্ন বয়‌ষের ২০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গে‌ছে।

আজ বুধবার সকাল প্ৰায় সা‌ড়ে দশটা নাগাদ এএস ১১ এইচ‌সি ০১৭৬ নম্ব‌রের এক‌টি ক্যান্টার ডিলাক্স বাস যাত্রী নি‌য়ে পূৰ্ত সড়ক ধরে আনিপুর থে‌কে ক‌রিমগঞ্জ যাচ্ছিল।

কিন্তু আসিমগঞ্জে পৌঁছার আগে দোহা‌লিয়ার পূর্বগুল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলেন। এতে যাত্রী নিয়ে বাস‌টি পাল্টি খেয়ে সড়‌কের বাম পা‌শে ধান খেতে গ‌ড়ি‌য়ে প‌ড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় ম‌হিলা পুরুষ শিশু সহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনা দেখে স্থানীয় জনতা এবং বেসরকারি সংগঠন এমএসএফ-এর কর্মীরা গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে পাথারকা‌ন্দি সামূ‌হিক হহাসপাতালে নি‌য়ে যান। কিন্তু কয়েকজ‌নের অবস্থা সংকটজনক হওয়ায় তা‌দের‌ ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।

Show More

Related Articles

Back to top button